আমরা জানি অনলাইনে ব্যবসা কিন্তু খুবই বেড়ে গেছে। তার সাথে বেড়ে গেছে অনলাইন ব্যবসার প্রতারক। তার আপনার কাছে যে প্রোডাক্ট দিবে তারা প্রোডাক্ট না দিয়ে অন্য কিছু তারা পাঠিয়ে দেয়। যেমন আপনি যে মোবাইল কিনতে চান সেক্ষেত্রে আপনাকে পাঠিয়ে দিতে পারে সাবান অথবা পিয়াজ।এবং আপনি তাদের কাছে একটা ফোন অর্ডার করলেন আইফোন টাকা দিয়ে দিবে স্যামসাং এরকমই অনেক প্রতারক আছে কিন্তু দেশে। এখন এদের থেকে আমরা কিভাবে বাঁচব। এখন আপনাকে বুঝতে হবে একটা 20 হাজার টাকা দামের ফোন তারা কিভাবে 4000 টাকা দেয়। তাহলে আপনি যদি এখানে যান আপনি প্রতারকের হাতে পরবেন নাকি আমি প্রতারকের হাতে পড়বো। বাঙালি আসলে এরকম যে তারা কোন কিছু পাইলে সেটা নিয়ে যাচাই বাছাই করার দরকার নেই সেটার পিছনে ছুটে। যার কারণে কিন্তু এরকম প্রতারণার শিকার হয়। আবার সব অনলাইন সাইড কিন্তু এক না কিছু কিছু সাইট আছে যারা এরকম আমাদের সাথে প্রতারণা করে আসছে। তারা আপনাদেরকে নানা রকম ভাবে খারাপ পোডাক দিয়ে আপনাদেরকে কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এখন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েও কোন লাভ হচ্ছে না। কারণ তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। তাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে। কেন আপনি পণ্যটা অনলাইন থেকে নাকি নেই আপনি একটা মার্কেট থেকে দেখে যাচাই বাছাই করে কিনুন। কারণ সেখানে হয়তোবা আপনাকে দুই টাকা বেশি লাগতেছে বাট তার বিনিময়ে আপনি কিন্তু ভালো প্রোডাক্টটি পাচ্ছেন। এবং অনলাইন ব্যবসা একটা সমস্যা আছে সেটা সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট জানতে পাবেন সাতদিনের জন্য তার পরে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না।কিন্তু আপনি যদি একটা মার্কেটের একটা দোকান থেকে কিনে আনেন তাহলে আপনি কিন্তু সে প্রোডাক্ট আপনি এক বছরের গ্যারান্টি সহ এবং বিভিন্ন ওয়ারেন্টি ও নিয়ে আসতে পারবেন।তাহলে কেন আপনার অনলাইন থেকে অর্ডার করে প্রতারণার শিকার হবেন। এখন অনলাইন থেকে অর্ডার করবেন কোনগুলো সেটাও আমি বলে দিচ্ছি। যেগুলো প্রাইস অনেক কম যেগুলো মানে আপনি পাচ্ছেন না সেগুলোই অনলাইন থেকে কিনুন। কারণ অনলাইনে অনেক চিটার বাটপার এরকম প্রতারণার ফাঁদ পেতে আছে। কেন আমরা জেনে বুঝে তাদের প্রতারণার ফাঁদে আমরা পা দিচ্ছি। আমরা একটু সচেতন হই তাহলে কিন্তু আর আমাদেরকে এরকম করতে পারবেনা। দরকার নেই আমার অনলাইন থেকে ফোন কিনার কেন একটু কষ্ট করে বাহিরে গিয়ে আপনি ফোন যাচাই-বাছাই করে কিনি। তাহলে কিন্তু আমার এই প্রতারণার ফাঁদে পড়তে হয় না। আমার বন্ধু সেদিন কি অনলাইন থেকে একটা ফোন অর্ডার করছিল আইফোন সিক্স যেটা প্রাইস ছিল হচ্ছে চার হাজার টাকা প্রতিমাসে এটা অনলাইন থেকে অর্ডার করছে তাকে দেয়া হয়েছে সিম্ফোনি একটা ফোন আছে না যেটা 26০০ টাকায় কিনতে পাওয়া যায় 512 জিবি রেম সে ফোনটা তাকে দিয়ে দিছে।এখন আপনারাই বলেন এখন তারে ফোনটা পাওয়ার পর তার মনের অবস্থাটা কেমন ছিল। এখন আমার বন্ধুদের ফোনটা বাইরে থেকে কিন্তু তাহলে 26০০ টাকার ভিতরে কিনতে পারতো। কিন্তু সে সেটা না করে অনলাইন থেকে কম দামে আইফোন পাওয়ার লোভে সে সেটা অনলাইন থেকে অর্ডার করে দেয়। অর্ডারটা করেছিলে একটা ফেসবুক পেজের মাধ্যমে সেখান থেকে কিন্তু যখন তাদের কাছে এই বিষয় বলা হয়। তাদের কোন রেসপন্সই পাওয়া যায় না কারণ জানে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা যদি একটু সতর্ক হই তাহলে হয়তোবা এই প্রতারণার হাত থেকে আমরা বেশ বাঁচতে পারব। সো সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে।
Netflix is coming up with a budget of Rs 200 crore Bahubali series!
As is being heard after two films of Bahubali, streaming giant Netflix is going to make a limited series as...